চার পদে ২৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। রাজস্বখাতভুক্ত এসব পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অনলাইনে (http://dme.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম :
১. ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ০১
বেতন: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত/প্রয়োজনীয় যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী; তবে শর্ত থাকে যে, শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৩ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ
২. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর:
পদ সংখ্যা: ০১
বেতন: ৯৩০০-২২৯৮০/- (গ্রেড-১৬)
বয়স:১৮-৩২ বৎসর
শিক্ষাগত/প্রয়োজনীয় যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক:
পদ সংখ্যা: ১৩
বেতন: ৯৩০০-২২৯৮০/-(গ্রেড-১৬)
বয়স:১৮-৩২ বৎসর
শিক্ষাগত/প্রয়োজনীয় যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
৪. হিসাব সহকারী:
বেতন: ৯৩০০-২২৯৮০/- (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৮
বয়স: ১৮-৩২ বৎসর
শিক্ষাগত/প্রয়োজনীয় যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dme.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
১০ ডিসেম্বর সকাল-১০টা থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আর ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নম্বর কলামের বয়সসীমা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার ফি: Teletalk এর সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা ।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।