মাধ্যমিকের আলাদা অধিদপ্তরসহ এমপিও শিক্ষকদের ৫ দাবি - দৈনিকশিক্ষা

মাধ্যমিকের আলাদা অধিদপ্তরসহ এমপিও শিক্ষকদের ৫ দাবি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

মাধ্যমিক শিক্ষা দক্ষতা ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন ও  বেতনভাতা জাতীয় বেতন স্কেলে উন্নীত করা সহ ৫ দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। 

শনিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।   

  

সম্মেলনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেলের আওতায় শতভাগে উন্নীত করা সহ ৫  দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব জসিম উদ্দীন আহমেদ বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বর্তমানে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বার্ষিক ২০ শতাংশ বৈশাখী ভাতা পায়। তবে তারা বাড়িভাড়া পায় মাসিক ১০০০ টাকা, চিকিৎসা ভাতা পায় মাসিক ৫০০ টাকা, উৎসব ভাতা পায় ২৫ শতাংশ যা অমানবিক। উৎসর ভাতা ও বাড়িভাড়া স্কেল ভিত্তিক প্রদানসহ চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীত করলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের কাজ অনেক দূর এগিয়ে যাবে। 

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও এমপিওভুক্ত শিক্ষকদের কোন প্রতিনিধি সরকারের কোনো দপ্তরে ডেপুটেশনে না থাকায় তাদের অধিকারের কথা সরকারের কোন মহলে উপস্থাপন ও আলোচনা করা যায় না। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলে সকল শ্রেণি পেশার মানুষের সন্তান শহর ও গ্রামে একই মানের সরকারি স্কুলে কম বেতনে পড়ালেখা করতে পারবে। অভিভাবকদের শিক্ষা ব্যয় কমবে। ফলে সরকারি-বেসরকারি শিক্ষার বৈষম্যের অবসান হবে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে। 

ছবি : সংগৃহীত

১. বৈষম্য নিরসন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো বিশেষ কমিটির মাধ্যমে প্রদান করা।

২.এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সকল নিয়োগ সরকারের হাতে নিয়ে বদলি ও প্রমোশন অনতিবিলম্বে চালু করতে হবে। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে ১লা জানুয়ারি ২০২৪ থেকে ইএফটি এর মাধ্যমে বেতন-ভাতা প্রদান করতে হবে।

৩.মাধ্যমিকের স্বতন্ত্র অধিদপ্তর স্থাপনসহ এমপিওভুক্ত শিক্ষকদেরকে শিক্ষা প্রশাসনে আনুপাতিক হারে প্রেষণে নিয়োগের ব্যবস্থা করতে হবে ৷

৪. এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতো বেতন ভাতা ৬নং গ্রেডে উন্নীতকরণসহ ২টি উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থাকরণ এবং সহকারী প্রধান শিক্ষকদেরকে ২টি উচ্চতর গ্রেড -প্রদানের ব্যবস্থা করতে হবে।

 এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করন প্রত্যাশী মহাজোটের অধ্যক্ষ মো. মাইন উদ্দীন। অধ্যাপক ড. হানিফ খান, উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, ড. মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ নূরুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবারের এসএসসি ও এইচএসসির সিলেবাস ও মানবণ্টন যেমন - dainik shiksha এবারের এসএসসি ও এইচএসসির সিলেবাস ও মানবণ্টন যেমন কারিগরি শিক্ষার মানে অসন্তুষ্ট ৮৭ শতাংশ শিক্ষার্থী - dainik shiksha কারিগরি শিক্ষার মানে অসন্তুষ্ট ৮৭ শতাংশ শিক্ষার্থী জুলাই স্মৃতি জাদুঘর গবেষণার ক্ষেত্রও হতে পারে: তথ্য উপদেষ্টা - dainik shiksha জুলাই স্মৃতি জাদুঘর গবেষণার ক্ষেত্রও হতে পারে: তথ্য উপদেষ্টা প্রাথমিকে আলেম নিয়োগ দেয়ার চেষ্টা করছি: ধর্ম উপদেষ্টা - dainik shiksha প্রাথমিকে আলেম নিয়োগ দেয়ার চেষ্টা করছি: ধর্ম উপদেষ্টা চেতনানাশক ইনজেকশনের কারণেই মা*রা যায় স্কুলছাত্র আয়হাম - dainik shiksha চেতনানাশক ইনজেকশনের কারণেই মা*রা যায় স্কুলছাত্র আয়হাম সাত কলেজের অধিভুক্তি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম ঢাবি শিক্ষার্থীদের - dainik shiksha সাত কলেজের অধিভুক্তি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম ঢাবি শিক্ষার্থীদের কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0028600692749023