মানবতাবিরোধী অপরাধের মামলায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর আবেদ হোসেনকে (৬৫) চিকিৎসা করানোর শর্তে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আসামীর জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে আবেদন হোসেনের বিরুদ্ধে ২০১৮ খ্রিষ্টাব্দের ২৯ জুলাই থেকে এ মামলার তদন্ত শুরু হয়ে শেষ হয় ২০১৯ খ্রিষ্টাব্দের ৮ আগষ্টে।
আবেদ হোসেন মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধ করেন বলে তদন্তে উঠে আসে। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা ও গণহত্যার মোট তিনটি অভিযোগ রয়েছে।