বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র শিক্ষক কেন্দ্র চত্বরে মানববন্ধ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে রোববার (১০ অক্টোবর) এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করনে। এতে অন্যান্যের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবছর দিবসটির প্রতিপাদ্য হল ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’।