মানের সামঞ্জস্য নিশ্চিত করতে হবে - দৈনিকশিক্ষা

কওমি সনদমানের সামঞ্জস্য নিশ্চিত করতে হবে

আলী ইমাম মজুমদার |

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে ইসলামের ইতিহাস ও আরবি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত একটি খসড়া আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশের সুধী সমাজের মিশ্র পতিক্রিয়া লক্ষ করা যায়। কেউ কেউ সিদ্ধান্তটিকে ক্ষতিকারক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। তাঁরা বলছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-ছাত্রদের সমর্থন পেতে শিক্ষাগত দিক বিবেচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অন্যদিকে কারও বক্তব্য, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি একটি বিশাল অংশ এই স্বীকৃতি থেকে অন্যায্যভাবে বঞ্চিত ছিল। এখন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যদের মতোই চাকরির উপযুক্ততা অর্জন করলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, গত বছরের এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয় গেজেটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্বীকৃতি দিয়েছে। প্রস্তাবিত আইনটি পাস হলে সে প্রজ্ঞাপনের তারিখ থেকে কার্যকর হবে; অর্থাৎ নীতিগতভাবে সরকার এ অবস্থানটিকে স্বীকার করে নিয়েছে। এখন দেওয়া হচ্ছে এর আইনি রূপ।

স্বাধীনতার আগে থেকেই এ দেশে বহুমুখী শিক্ষাব্যবস্থা ছিল। আর তার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। ইংরেজি মাধ্যম ‘এ’ এবং ‘ও’ লেভেল, ইংরেজি মাধ্যমে সরকারি সিলেবাস, বাংলা মাধ্যমে সরকারি সিলেবাসের পাশাপাশি আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থাও আমরা লাভ করেছি উত্তরাধিকার সূত্রে; বরং বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু নতুন আরেকটি মাত্রা সংযোজিত হয়েছে। সেগুলোর ওপরও সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই এবং অধিকাংশের শিক্ষার মান নিচু মর্মে ব্যাপকভাবে ধারণ করা হয়। 

তেমনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ ক্ষুব্ধ ও সোচ্চার তাঁদের ইভিনিং কোর্সের নিম্নমানের স্নাতকদের প্রসঙ্গে। অবস্থার ইতিবাচক পরিবর্তন হতে আমরা দেখছি না। শিক্ষার মান ক্রমনিম্নমুখী বলে নিরন্তর অভিযোগ আসে। এ অবস্থায় কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর উত্তীর্ণদের বিশেষ দুটি বিভাগে স্নাতকোত্তর সমপর্যায়ভুক্ত ঘোষণা করলে কেউ কেউ বিচলিত ও হতাশ হতে পারেন। তবে দেখা দরকার যাঁরা স্বীকৃতি পাচ্ছেন, তাঁদের এ স্তরে ঘাটতি আছে কি না আর তা কীভাবে মিটিয়ে নেওয়া যায়?

উল্লেখ করা হয়েছে, মাদরাসা শিক্ষা আমাদের দেশে দুই ভাগে বিভক্ত। একটি আলিয়া মাদরাসা এগুলো মাদরাসা শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত। ১৭৮০ খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদরাসা থেকে এর যাত্রা শুরু। তারা ইসলামি ধারা শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় কয়েকটি বিষয়ে যেমন: ভাষা, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানও পড়িয়ে থাকে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের তথ্যানুসারে এর সংখ্যা প্রায় ১১ হাজার। ছাত্রছাত্রী ২০ লাখ। এই শিক্ষাব্যবস্থার সূচনা কিন্তু খুব গৌরবোজ্জ্বল ছিল। হোসের শহীদ সোহরাওয়ার্দী, ড. কুদরাত-এ-খুদা ও সৈয়দ আমির আলীর মতো মনীষীদের শিক্ষাজীবনের সূচনা ছিল কলকাতা মাদরাসায়। হালের আলিয়া মাদরাসাগুলো থেকেও কেউ কেউ সাফল্যের শীর্ষে গেছেন। তবে অনুপাত খুব কম। জানা যায়, উপযুক্ত শিক্ষকের অভাব এর জন্য দায়ী। 

ডিগ্রির সমতাকরণ যতই হোক, যেকোন পদে আসতে হবে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে। ঠিক একই কথা প্রযোজ্য কওমি মাদরাসাগুলোর ক্ষেত্রেও। এরা অনেকটা দেওবন্দ তরিকার অনুসারী। সে দেওবন্দও একসময় অনেক প্রজ্ঞাবান ব্যক্তিদের শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত ছিল। তবে তার অনুসারী প্রতিষ্ঠানগুলো এখনসেই ঔজ্জ্বল্য তেমন ধরে রাখতে পারছে বলে জানা যায় না। এগুলো সরকার দ্বারা পরিচালিত নয়। বিশিষ্ট আলেমদের  দ্বারা পরিচালিত এখনাকার ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। প্রস্তবিত আইনে এসব বোর্ড একত্র করে একটি করার বিধান থাকছে।

তবে খবরের কাগজে আইনের সারসংক্ষেপ যেটুকু এসেছে, তা থেকে মনে হয়, নতুন বোর্ডেও সরকারের ভূমিকা গৌণই হবে। হয়তো সিলেবাস ও পরীক্ষা নিয়ে কিছু দিকনির্দেশনা থাকতে পারে। শিক্ষা জরিপ অনুসারে এ দেশে কওমি মাদরাসার সংখ্যা ১৪ হাজারের কিছু বেশি। মন্ত্রিপরিষদ সচিবের প্রেস ব্রিফিং অনুসারে কওমি মাদরাসার ১৫ লাখ শিক্ষার্থীকে মূল ধারায় আনার সৎ উদ্দেশ্য নিয়ে সরকার আইনটি করতে যাচ্ছে। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক, ২০০৭ এর সূচনায় যে নির্বাচন হওয়ার কথা ছিল তাকে সামনে রেখে তাকে ২০০৬ এর শেষে চারদলীয় জোট সরকারও এমনি একটি উদ্যোগ নিয়েছিল। কিন্তু সময়ের অভাবে প্রক্রিয়াটি শেষ করতে পারেনি। ১৫ লাখ শিক্ষার্থীকে শিক্ষাব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার উদ্যোগকে অযৌক্তিক বলবেন না। আর বিশেষ কোনো পড়লে বা কোনোটা না পড়লে ডিগ্রির সমমান দেয়া যাবে না- এমন কথাও নয়। গণিতের স্নাতকোত্তর ডিগ্রিধারী ইংরেজি সাহিত্য তেমন একটা পড়েনি। হয়তো বা পড়েননি ইতিহাস, ভুগোলও। তেমনি ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অনেকের কাছে গণিত বিভীষিকা। ইতিহাস, ভুগোলও খুব আকর্ষণীয় নয়। সংগীতেও স্নাতকোত্তর সনদ দেওয়া হয়। তবে তাদের প্রত্যেককে একটি স্তর - যেমন অষ্টম বা দশম শ্রেণি পর্যন্ত আসতে হয় একই সিলেবাসের মধ্য দিয়ে। এতে তার ভাষা, গণিতসহ মৌলিক কিছু বিষয়ে ধারণা পেয়ে যায়। আলিয়া মাদরাসাতেও এ ব্যবস্থা রয়েছে। জানা যায় কোনো কোনো কওমি মাদরাসাতেও ইংরেজি ও গণিত পড়ানোর ব্যবস্থা আছে। তবে এই সংখ্যা খুবই সীমিত। 

ইদানিং তথ্যপ্রযুক্তি জীবনাচারে  অপরিহার্য অঙ্গ হয়ে আছে। অবশ্য অনেক স্কুল, কলেজ, মাদরাসায় এটা শেখানোর ব্যবস্থা এখনো হয়নি।  তবে হতে হবে। কওমি মাদরাসার  শিক্ষার্থীদেরও এ বিষয়ে একটি স্তর পর্যন্ত জ্ঞানার্জনের ব্যবস্থা তাদের পরিচালকেরা নিজ থেকেই করতে পারেন। সনদের সমতাকরণ  চাকরি নিশ্চয়তা দেবে না । প্রতিযোগিতায় টিকে থাকতে এর বিকল্প কিছু নেই, এটা নিশ্চয়ই তারা অনুধাবন করেন। তাঁরা বিজ্ঞ ও অভিজ্ঞ। সমাজে সম্মানিত অবস্থানে আছেন। তাঁরা কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভবিষৎ জীবন চলার পথকে সহজ করতে ডিগ্রির সমতাকরণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘকাল। সরকার তা মেনেও নিয়েছে। তবে সে সমতাকরণ একমাত্র সমাধান নয়, এটা সবাই বঝতে পারেন।

বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। জন্ম থেকে মৃত্যু, বিবাহ - সব ক্ষেত্রেই তাদের প্রয়োজন আলেমদের। তাঁদের প্রতি সবাই যথেষ্ট শ্রদ্ধাশীল। সেই আলেমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হতেই হবে। কোরআন, হাদিস, ফিকহসহ এসব বিষয়ে তাদের পারদর্শী হতে হয়। এনিয়ে কেউ জীবনাবধি গবেষণাও করেন। তবে মাদরাসায় যারা পড়েন, তাঁদের সবার পেশা ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক বা স্কুলের ধর্ম শিক্ষক হতে হবে-এমন কোনো কথা নেই। আলিয়া মাদরাসার ছাত্রদের জন্য পথ খোলা আছে। কওমি মাদরাসার জন্যও খোলার ব্যবস্থা আছে। তবে সে পথে চলার পথেয় তাদের সংগ্রহ করে আনতে হবে শিক্ষাঙ্গন থেকেই। আর দাবিটির নেকৃত্বে যারা দিচ্ছেন, তাঁদের তা উপলব্ধি করার মত বিচক্ষণতাও রয়েছে।আমাদের দেশের শিক্ষার মান ক্রম নিম্নমুখী বলে যে অভিযোগ রয়েছে, তা প্রাথমিক বিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর সর্বত্র। আলিয়া মাদরাসাগুলোও এখন খুব ভালো অবস্থানে নেই।

উল্লেখ্য, তাদের পেছনেও সরকার বহু টাকা ব্যয় করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায়গুলোই  তাদের মর্জি মাফিক ডিগ্রি দেয়। আমরা চাই কওমি মাদরাসার ছাত্ররাও আসুক মূলধারায়। চাই তারা আসবে অন্যদের চেয়ে নিজ নিজ বিষয়ে অধিক যোগ্রতা নিয়ে। এখন সরকার থেকে কোনো দান অনুদান নেয়  না। তবে শিক্ষা সনদের স্বীকৃতি যখন সরকার দিচ্ছে, তখন পারস্পরিক সম্পর্ক স্থাপন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। কওমি মাদারাসার সিলেবাসে কিছু জাগতিক বিষয় অন্তর্ভুক্তি প্রয়োজনীয় বলে ব্যাপক ধারণা করা হয়। ইসলাম ধর্মচর্চার পাশাপাশি তাদের ভাষা, গণিত, সমাজবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ইত্যাদি শিক্ষার প্রযোজনীয়তা নিয়ে অধিক আলোচনা নিষ্প্রয়োজন। আইনটি চূড়ান্ত করার আগে সরকারের কওমি মাদরাসার নেতাদের সঙ্গে একটি যৌক্তিক সম্মানজনক সমঝোতায় আসা দরকার। নচেৎ দাওরা হাদিসকে ইসলামের ইতিহাস ও আরবি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য করার সুফল তারা পাবে না। 

লেখক: সাবেক মন্ত্রিপরিষদ সচিব

 

সূত্র: প্রথম আলো

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0056002140045166