মাভাবিপ্রবির ইংরেজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা | বিশ্ববিদ্যালয় নিউজ

মাভাবিপ্রবির ইংরেজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মাভাবিপ্রবির ইংরেজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

শনিবার ইংরেজি বিভাগের সম্মেলন কক্ষে সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  নাজমুস সাদেকীন,

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.  ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. রোস্তম আলী, ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচাক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন। 

সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ।

অতিথিরা বলেন, যারা এখান থেকে সর্ব্বোচ্চ ডিগ্রি নিয়ে যাচ্ছে তাদের যোগ্যতা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যারা এখানে নবীন শিক্ষার্থী তারাও ভাগ্যবান যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন।