মারা গেলেন আইনজীবী রশিদ আহমেদ | বিবিধ নিউজ

মারা গেলেন আইনজীবী রশিদ আহমেদ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই আইনজীবী করোনা আক্রান্ত হয়ে গত ২১ মার্চ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২২ মার্চ আইসিইউতে নেয়া হয়। আজ দুপুর ১টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন।

রশিদ আহমেদের মরদেহ তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা করা হবে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলেও জানান সাবেক ডিএজি মোতাহার হোসেন সাজু।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও প্রশাসনিক ট্রাইব্যুনালের নিয়মিত আইনজীবী রশিদ আহমেদ ২০১৭ সালে হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতি পান।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের ব্যারিস্টার তানভীর পারভেজ (৪৭) মারা যান।