মালদ্বীপকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ | খেলাধুলা নিউজ

মালদ্বীপকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ড্র করলেও শিরোপা উঠত স্বাগতিকদের হাতে। কিন্তু বাংলার কিশোররা সেই আশায় থাকেনি। দারুণ লড়াই করে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লুফে নিয়েছে চ্যাম্পিয়ন তকমা। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন মঈনুল ইসলাম।

ড্র করলেও শিরোপা উঠত স্বাগতিকদের হাতে। কিন্তু বাংলার কিশোররা সেই আশায় থাকেনি। দারুণ লড়াই করে মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লুফে নিয়েছে চ্যাম্পিয়ন তকমা। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন মঈনুল ইসলাম।

মালদ্বীপকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রোবাবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উয়েফা অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্টে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। সাত মিনিটের মাথায় ইমন ইসলামের গোলে লিড নেয় স্বাগতিকরা। ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের সাজেদ হাসান। দুই গোল খেয়ে পুরোই ব্যাকফুটে চলে যায় মালদ্বীপ। ম্যাচে ফেরার বদলে উল্টো আরও ঝিমিয়ে পড়ে তারা।

সেই সুযোগের পূর্ণ ব্যবহার করে বাংলাদেশ। ২৩তম মিনিটে সুযোগ পান অপূর্ব মালি। মিস করেননি তিনি, চমৎকার নৈপুণ্যে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ করেন মালি। এরপর ৩৭তম মিনিটে আবারও আক্রমণে ওঠে স্বাগতিকরা। এবার বাংলাদেশকে উদযাপনে মাতান মঈনুল ইসলাম। বিরতির পর সান্ত্বনার গোল করার সুযোগ পায় মালদ্বীপ। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে আরও দুই গোল খেয়ে বসে। ৫২ ও ৮৬তম মিনিটে সেই মঈনুল নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে পাঁচ ও ছয় নম্বর গোল উপহার দেন।

তবে মালদ্বীপও থেমে থেমে কম আক্রমণ চালায়নি। কেবল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় মালদ্বীপকে।

যদিও চ্যাম্পিয়ন হওয়ার পথটা আগেই অনেকটা এগিয়ে রাখে বাংলাদেশ। সেই ম্যাচে ফারো আইল্যান্ডকে ১-৩ গোলে হারিয়ে চার জাতির এ আসরে শিরোপার খুব কাছে চলে যায় তারা। অবশিষ্ট কাজটা রোববার শেষ করল দারুণভাবে।