মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি প্রতিনিধিদলের | বিশ্ববিদ্যালয় নিউজ

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি প্রতিনিধিদলের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের আমন্ত্রণে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান। আজ বুধবার (২৭ নভেম্বর) ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যা

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের আমন্ত্রণে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।  

বুধবার (২৭ নভেম্বর) ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদল ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষার বিভিন্ন দিক এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ান শিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে মালয়েশিয়ার উচ্চশিক্ষার মান বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি প্রতিনিধিদলের

সফরে ইউজিসি চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. ফখরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, তাহমিনা রহমান এবং অন্যান্য কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাতুক সিতি হামিসাহ বিনতি তাপসীর, বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট চ্যান জো জিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।