মিতু-বাবুলের ছেলের সঙ্গে কথা বলবে পিবিআই - দৈনিকশিক্ষা

মিতু-বাবুলের ছেলের সঙ্গে কথা বলবে পিবিআই

নিজস্ব প্রতিবেদক |

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর ছেলের সঙ্গে কথা বলবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছেলে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন আলোচিত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম।

 শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, বাবুল আক্তার এখন পাঁচ দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে। রিমান্ড শেষে পিবিআই বাবুল-মিতু দম্পতির ছেলের সঙ্গে কথা বলবে। প্রত্যক্ষদর্শী হিসেবে তার বক্তব্য এই মামলায় জরুরি। 

মিতুকে হত্যাকারীরা প্রথমে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়: 


পুলিশ জানায়, এখন পর্যন্ত তদন্তে যা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, মিতুকে খুন করতে হত্যাকারীরা প্রথমে তাঁকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মারে। তিনি পড়ে যাওয়ার পর তারা তাঁকে কোপায় ও গুলি করে। তাঁকে যখন কোপানো হচ্ছিল তখন তাঁর সাত বছরের ছেলে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে রক্ষার চেষ্টা করে। এ সময় সাবেক পুলিশ কর্মকর্তার সোর্স কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা তাকে ধরে রেখেছিল। ২০১৬ সালের ৫ জুন মিতু হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার বাদী হয়ে যে মামলা দায়ের করেন ওই মামলায় ওয়াসিম ও আনোয়ার নামে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতেও এই বিবরণ রয়েছে।

বাবুল বলেছেন তাঁর ‘নার্ভ’ যথেষ্ট শক্ত: 

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তারা বলছেন, বাবুল আক্তার তাঁর সন্তানদের নিয়ে কিছুটা বিচলিত। তবে রিমান্ডের দুদিনে তিনি মামলাসংক্রান্ত ব্যাপারে তেমন কোনো কথা বলেননি। একরকম নিরুত্তর ছিলেন। বাবুল বলেছেন, তাঁর ‘নার্ভ’ যথেষ্ট শক্ত আছে। এখন পর্যন্ত স্ত্রী হত্যার আসামি হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কোনো ইচ্ছে প্রকাশ তিনি করেননি। কথা বলছেন খুব কম।

প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন: 

এর আগে গত বুধবার পিবিআই মিতু হত্যার ঘটনায় দায়ের করা প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা চূড়ান্ত প্রতিবেদনে বলেছেন, তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ, এজাহার, আগের তদন্ত কর্মকর্তাদের তদন্তের ফল, বিভিন্ন আলামত, সিসিটিভি ফুটেজ, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন, অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা, আসামি ও সাক্ষীদের জবানবন্দি, মোটরসাইকেল উদ্ধার ও সিডিআর পর্যালোচনা করে দেখেছেন, বাবুল আক্তার হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। নিজেকে বাঁচাতে জঙ্গি হামলার কাল্পনিক ঘটনা সাজান। 

তবে হত্যাকাণ্ডে আল-কায়েদাপন্থী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সম্পৃক্ততার কথা উঠলে তারা এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানায়। তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে বিবৃতি দেয়। ২০১৬ সালের গুপ্তহত্যার বেশির ভাগ ঘটনায় দায় স্বীকার করে আনসার আল-ইসলাম। তবে নিন্দা জানানোর ঘটনা ওটাই ছিল প্রথম।
স্ত্রী নিহত হওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছিলেন। দীর্ঘদিন মামলাটি ঝুলে থাকার পর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট সময়ক্ষেপণ না করে দ্রুত তদন্ত শেষ করার কথা বলেন।

স্ত্রী খুন হওয়ার কয়েক মাসের মাথায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন বাবুল আক্তার। পরে আদ্ব দ্বীন হাসপাতালে চাকরি নিয়েছিলেন তিনি।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0040462017059326