মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ইস্যু আলোচনায়: ঢাবি সিন্ডিকেটের বিশেষ সভা আজ - দৈনিকশিক্ষা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ইস্যু আলোচনায়: ঢাবি সিন্ডিকেটের বিশেষ সভা আজ

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কর্তৃক জাতির জনক ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিসহ নানা ঘটনায় শাস্তির সুপারিশ আজ উঠছে সিন্ডিকেট সভায়। বেলা তিনটায় বসছে গুরুত্বপূর্ণ এ সিন্ডিকেট। জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে জাতির জনক মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রমান আগেই মিলেছে। অ্যাটর্নি জেনারেল সংবিধান লংঘনের প্রমান তুলে ধরে চাকরিচ্যুতি সুপারিশও করেছেন আগেই। আলোকে গঠিত ট্রাইবুনালের সুপারিশসহ আজ সিন্ডিকেটে উঠছে। 

তবে অধিকাংশ সিন্ডিকেট সদস্য ও বিশ^বিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ঢাবি কর্তৃপক্ষের একটি অংশের রহস্যজনক ভুমিকা নিয়ে। জাতির জনক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রমাণ পাওয়ার পরেও অপরাধীকে রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রগতিশীল শিক্ষকরা। ব্যক্তিস্বার্থে জাতির জনকের অবমানাকারিকেও চাকরিতে কৌশলেও বহাল রাখার চেষ্টা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান জানান দিতে আজ সকাল ১০টায় উপাচার্য অফিসে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকদের একটি অংশ। এজন্য সোমবার রাতেই সাদা দলের পক্ষ থেকে নিজস্ব মদাদর্শের শিক্ষকদের উপাচার্য অফিসে হাজির থাকতে ‘বিশেষভাবে’ আহবান জানানো হয়েছে। শিক্ষকদের সেলেফোনে পাঠানো হয়েছে এসএমএস। 


তবে শিক্ষকের অপরাধ ও কর্তৃপক্ষের ভুমিকায় ক্ষুদ্ধ শিক্ষার্থীদের একাধিক পক্ষ আদালতে আইনী পদক্ষেপে যাচ্ছে বলে জানা গেছে। জাতির জনকের মর্যাদা রক্ষায় আদালতে মামলারও প্রস্তুতি নিচ্ছেন বলে শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় মামলার জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ শাহাবাগ থানায় গিয়ে কথা বলেছেন। তারা থানায় ঘটনায় অপরাধীর শাস্তি চেয়ে আইনী পদক্ষেপ নেয়ার আবেদন করেছেন। প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলছে, যে কোন মুল্যে ঢাবিতে জাতির জনকের মর্যাদা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমুন্নত রাখা হবে। 


সিন্ডিকেটের অন্তত চার জন সদস্য মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের অভিযুক্ত ওই শিক্ষককে অভিনব কৌশলে এক গ্রেড পদাবনত দিয়ে হলেও চাকরিতে টিকিয়ে রাখার একটা চেষ্টা আছে। ভয়াবহ ইতিহাস বিকৃতিসহ নানা গুরুতর অপরাধ করার পরে মার্কেটিং বিভাগের এ শিক্ষককে রেহাই দেয়ার সুযোগ নেই। ইতোমধ্যেই আ্যটর্নি জেনারেলের সুপারিশের সব পরিস্কার হয়েছে। 


আ্যটর্নি জেনারেল তার পারিশপত্রে সংবিধার লংঘনের তথ্য প্রমান তুলে ধরে লিখেছেন, ‘ অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান তাঁর লেখায় স্বাধীনতার ঘোষণা সম্বন্ধে যা লিখেছেন তা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থি সংবিধানের ৬ষ্ঠ তফসিলের পরিপন্থী। তিনি ১৯৭১ সনের ২৫ শে মার্চের পরে যে আন্দোলনের চিত্র এঁকেছেন তা সংবিধানের ৭ম অনুচ্ছেদে বর্ণিত বক্তব্যের পরিপন্থী। অধ্যাপক মোর্শেদ হাসান খানের বিতর্কিত লেখাটি সংবিধানের ৬ষ্ঠ ও ৭ম তপসিলে বর্ণিত তথ্যের পরিপন্থী ও ইতিহাসের বিকৃতি।’ 


শাস্তির সুপারিশ করে এরপর আ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘এমতাবস্থায়, আমার মতে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে অব্যাহতি দেয়া উচিত। সিন্ডিকেটের অন্যান্য সদস্যগণ যদি আমার সাথে একমত পোষণ করেন সেক্ষেত্রে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে অব্যাহতির বিষয়টি উল্লেখ করে তাঁকে পুনরায় কারণ দর্শানের নোটিশ প্রেরণ করা যেতে পারে।’
এদিকে আজ তিনটায় সিন্ডিকেট বসছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেছেন, ‘সিন্ডিকেট সভায় ভার্চ্যুয়াল নয় সাভাবিক সময়ের মতো মুখোমুখি বসবে।’ তবে করোনার প্রাদুর্ভাবের মধ্যে এভাবে বৈঠক করার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আপত্তি তুলেছেন বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্য। 

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0040910243988037