মুরাদনগর শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ শুরু | স্কুল নিউজ

মুরাদনগর শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ শুরু

কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক-কর্মচারীদের দুই দিনব্যাপী শিক্ষা সংশ্লিষ্ট মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক অ্যাপস ও ব্যবস্থাপনা বিষয়ক আইসিটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক-কর্মচারীদের দুই দিনব্যাপী শিক্ষা সংশ্লিষ্ট মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক অ্যাপস ও ব্যবস্থাপনা বিষয়ক আইসিটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

মুরাদনগর শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ শুরু
ছবি : মুরাদনগর প্রতিনিধি

সোমবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) সহায়তায় মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রামচন্দ্রপুর  রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রকিব উদ্দিন আহমেদ বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার, বাঁশকাইট পি জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীরা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শরীফ আব্দুল্লাহ, বাখরনগর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ইসমাইল সরকার, হায়দরাবাদ হাজী ই এ বি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আবু নাছের ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শিপন মিয়া। 

জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ৮জুন পর্যন্ত চলবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন