মেডিকেল কলেজ বাড়ছে কিন্তু শিক্ষক তৈরি হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী - দৈনিকশিক্ষা

মেডিকেল কলেজ বাড়ছে কিন্তু শিক্ষক তৈরি হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এ পর্যন্ত ৩৫টি মেডিকেল কলেজ করা হয়েছে। আমরা এক এক করে মেডিকেল কলেজ বাড়াচ্ছি। তবে চিকিৎসক বা শিক্ষক তৈরি হচ্ছে না।’

শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২০তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে অনেক ইনস্টিটিউট হয়েছে, তবে সেখানে জনবলের সংকট আছে। হাসপাতালে অবকাঠামো ও যন্ত্রপাতিসহ অনেক কিছুই আছে। কিন্তু ডাক্তার, নার্স ও টেকনিক্যাল লোকজনের সংকট আছে। হাসপাতালে শুধু যন্ত্রপাতি সেবা দিতে পারবে না, তার জন্য লোকবল লাগবে। এই সংকট কাটানোর জন্য আগামী মাসের ৮ তারিখে হাসপাতালগুলোতে সাড়ে আট হাজার চিকিৎসক যোগ দেবেন। এছাড়া আগামী বছর আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন যেসব চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে, তারা উপজেলার হাসপাতালগুলোতে যাবেন। প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে উপজেলার একটি করে আধুনিক গাড়ি দেওয়া হবে। আমরা ৩৫০টি গাড়ির ব্যবস্থা করেছি। এর মধ্যেই ১০০টি উপজেলায় দেওয়া হয়ে গেছে। উপজেলার ডাক্তারদের থাকার বাড়িগুলো আধুনিক করা হচ্ছে। সরকার চিকিৎসকদের আধুনিক সুযোগ-সুবিধা দিচ্ছে।’

সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাতের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাইমারি হেলথ কেয়ারকে আরও উন্নত করতে চাই। এটি উন্নত করলেই অনেক চিকিৎসা প্রথম অবস্থায় সমাধান হয়ে যাবে। এছাড়া কমিউনিকেবল ডিজিজ মোকাবিলা করতে আমরা সক্ষম হয়েছি। নন কমিউনিকেবল ডিজিজ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে কিডনি ও ক্যানসার জনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন আটটি বিভাগে ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে।’

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে মেডিসিন যতটা কম ব্যবহার করা যায়, আপনারা সেই দিকে নজর দেবেন। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আমাদের দেশে ওষুধের কোনো সংকট নেই। অনেকগুলো ফার্মাসিটিক্যাল কোম্পানি তৈরি হয়েছে। তারা ভালো মানের ওষুধ তৈরি করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ভাইস-চ্যান্সেলর কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর এম ইকবালসহ আরও অনেকেই।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0038290023803711