মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে অসংগতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীদের একাংশ। তারা উত্তরপত্র আবার যাচাই করে পুনরায় ফল প্রকাশের দাবি জানিয়েছেন। সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
তারা বলেন, মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে নিয়ম অনুযায়ী সাড়ে ৭ নম্বর কর্তন করার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে তা করা হয়নি। এ ছাড়া প্রথমবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিলেও অনেকের ৫ নম্বর অতিরিক্ত কর্তন করা হয়েছে। অনিয়ম হয়েছে 'উপজাতি' কোটার ক্ষেত্রেও।