মেরূয়াখলা মমিনিয়া ফাজিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি | মাদরাসা নিউজ

মেরূয়াখলা মমিনিয়া ফাজিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স মোতাবেক মেরূয়াখলা মমিনিয়া ফাজিল মাদরাসায় কয়েকটি পদে নিয়োগ দেয়া হবে।

সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স মোতাবেক মেরূয়াখলা মমিনিয়া ফাজিল মাদরাসায় কয়েকটি পদে নিয়োগ দেয়া হবে। 

পদের বিবরণ


(১) অধ্যক্ষ
(২) উপাধ্যক্ষ
(৩) গ্রন্থাগারিক (নবসৃষ্ট পদ)
(৪) সহকারী গ্রন্থাগারিক (শূন্য পদ)
(৫) কম্পিউটার ল্যাব অপারেটর (নবসৃষ্ট পদ)

প্রত্যেক পদে ১ জন করে নিয়োগ দেয়া হবে। 


আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।


সোনালী ব্যাংক, বিশ্বস্তরপুর শাখার হিসাব নং-৫০৯১১০০০০০৭৬১ এ ১ ও ২ নং পদের জন্য দুই হাজার টাকা, ৩ ও ৪ নং পদের জন্য এক হাজার টাকা, ৫নং পদের জন্য পাঁচশত টাকা ড্রাফট করতে হবে। 


সভাপতি, মেরূয়াখলা মমিনিয়া ফাজিল মাদরাসা, মেরুয়াখলা, বিশ্বস্তরপুর, সুনামগঞ্জ।


মোবাইলঃ- ০১৭৯৯-১৮০১৮০


সূত্র : দৈনিক ইনকিলাব