মেলায় প্রথম দিনই আসছে বঙ্গবন্ধুর বই ‘আমার দেখা নয়া চীন’ - দৈনিকশিক্ষা

মেলায় প্রথম দিনই আসছে বঙ্গবন্ধুর বই ‘আমার দেখা নয়া চীন’

নিজস্ব প্রতিবেদক |

মুজিববর্ষ সামনে রেখে এবারের বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর এই বইমেলাতেই বাংলা একাডেমি প্রকাশ করছে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন’। 

বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সংস্করণ থাকবে বইটির। ২ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উম্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আমার দেখা নয়া চীন’ বইটি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় বই। এর আগে তার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে দু’টি বই প্রকাশিত হয়েছে।

 বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে কেন্দ্র করে সব আয়োজন । মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিয়ে রচিত ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশ করবে একাডেমি। এর মধ্যে এ বছরই বইমেলায় আসবে বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইটি। এই বইসহ ৩০টি বই প্রকাশ করা হবে এই মেলাতেই। বাকি বইগুলো আগামী দুই বছরে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

জালাল আহমেদ আরও বলেন, এ বছর ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানেই ‘আমার দেখা নয়া চীন’ বইটির মোড়ক উন্মোচন করবেন তিনি। এর আগে ‘কারাগারের রোজনামচা’ বইটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশ করা হয়েছে। এই বইটিও বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও প্রকাশ করা হবে।

মেলা পরিচালনা কমিটির এই সদস্য সচিব বলেন, প্রতিদিনের মেলা মঞ্চের আলোচনা-সেমিনারে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে আলোচনা হবে। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগতিা, গান, আবৃত্তি, নৃত্যসহ সবকিছুই আবর্তিত হবে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ খ্রিষ্টাব্দে দুই বার চীন সফর করেছিলেন। প্রথম সফরের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা তিনি একটি ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই সফরের অভিজ্ঞতার পাশাপাশি ওই সময়কার চীনের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা উঠে আসবে তার লেখা বইটিতে। বইয়ে বঙ্গবন্ধুর ওই ডায়েরির কয়েকটি পাতার ছবিও থাকবে।

‘আমার দেখা নয়া চীন’ বইটির গ্রন্থস্বত্ব থাকছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরোরিয়াল ট্রাস্টে’র নামে। বইয়ের ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বইটি সম্পাদনা করেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0040390491485596