গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক ও মোটরবাইক সংঘর্ষে সিয়াম মিয়া (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত সিয়ামের সাথে মোটরবাইকে থাকা অপর আরোহী সাব্বির আহমেদ (২২) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিহত সিয়াম কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে আহত সাব্বির নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। তিনি মুনশুরপুর (টেকপাড়া) জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।
ওই পুলিশ কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে আরও জানান, দুপুরের দিকে কালীগঞ্জ থেকে মোটরবাইক নিয়ে সাব্বিরকে সাথে করে নাগরী যাচ্ছিলেন সিয়াম। পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম ও সাব্বির আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষাণা করেন। অন্যদিকে আহত সাব্বিরকে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেন জানান, হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। আর আহত সাব্বিরের চিকিৎসা চলছে।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিহতের মরদেহ আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।