পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় জিহাদ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌঁনে ৮টার দিকে নাজিরপুরের ছয়হিস্যা বাজার এলাকার মোল্লাবাড়ি লাগোয়া সড়কে এ দুর্ঘটনায় ঘটে।
জিহাদ উপজেলার নুরাইনপুর গ্রামের মাহবুল শরীফের ছেলে ও নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, চাচাতো ভাই আ. রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে জিহাদ তাতেঁকাঠি গ্রামের তার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জনেই গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জিহাদকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরই-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয় আহত আ. রহমানকে (১৮)।
সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন।