মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত | বিবিধ নিউজ

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (১৯) নামের এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার নামুইট এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (১৯) নামের এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার নামুইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে আচলতা মাদরাসায় পড়াশোনা করতো।

এ দুর্ঘটনায় সত্যব্রত (১৮) নামের মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিকালে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে নামুইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগের কর্মী সাগর ও মোটরসাইকেল চালক সত্য গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাগরের মৃত্যু ঘটে। সত্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।