মোনাশ কলেজের অনুমোদন বাতিল চেয়ে আইনি নোটিশ | কলেজ নিউজ

মোনাশ কলেজের অনুমোদন বাতিল চেয়ে আইনি নোটিশ

বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের অধ্যয়ন কেন্দ্র (স্টাডি সেন্টার) স্থাপনের অনুমোদন দেওয়ায় নিয়মের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের অধ্যয়ন কেন্দ্র (স্টাডি সেন্টার) স্থাপনের অনুমোদন দেওয়ায় নিয়মের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

  

এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ইউজিসিকে প্রতিষ্ঠানটির অনুমোদন বাতিল করতে বলা হয়েছে। তা না করা হলে আদালতে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদ গতকাল রোববার এই নোটিশ দেন। আইনি নোটিশে বলা হয়, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের স্টাডি সেন্টার স্থাপনের অনুমতি দেয় ইউজিসি।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর ৩৯ নম্বর ধারায় উল্লেখ আছে, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স চালু করলেই কেবল বিদেশি বিশ্ববিদ্যালয় দেশে স্থাপন করতে দেওয়া হবে। কিন্তু তারা যে সনদ দেবে, তা দিয়ে মোনাশ কলেজে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। কলেজটি দেশে কোনো স্নাতক বা স্নাতকোত্তর কর্মসূচিও পরিচালনা করবে না। এর অনুমোদন আইনপরিপন্থী ও অবৈধ।