মোবাইল চুরির অপবাদে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ - দৈনিকশিক্ষা

মোবাইল চুরির অপবাদে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি |

বরগুনার আমতলীতে মোবাইল চুরির অপবাদে তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৌরভ ডাকুয়াকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বখাটে সুজন ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার (২০ জানুয়ারি) রাতে তারিকাটা বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থী বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হাসপাতালে শয্যাশায়ী আহত পরীক্ষার্থী সৌরভ

স্থানীয় সূত্রে জানা যায়, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর সৌরভ ডাকুয়া ও গবিন্দ কর্মকার এসএসসি পরীক্ষার্থী। তারা ওই বিদ্যালয়ের হোস্টেলে থেকে লেখাপড়া করে। গত রোববার রাতে হোস্টেল থেকে গবিন্দ কর্মকারের একটি মোবাইল সেট হারানো যায়। মোবাইল চোর শনাক্ত করার জন্য সোমবার সন্ধ্যায় তারিকাটা গ্রামের নিজাম ফকিরের কাছে যায় গবিন্দ। ওই ফকির আয়না পড়ার মাধ্যমে সৌরভ মোবাইল চুরি করেছে বলে দেখতে পায়। পরে গবিন্দ কর্মকার স্থানীয় বখাটে মোটরসাইকেল চালক সুজন ও তার সহযোগী শামিম গাজী, হাসান, রাজিবসহ ৭-৮ জনকে সৌরভের কাছ থেকে মোবাইল উদ্ধারের জন্য ভাড়া করে।

এদিকে সোমবার রাত ১০টার দিকে সৌরভকে বিদ্যালয়ের হোস্টেল থেকে ধরে নিয়ে যায় সুজনসহ বখাটেরা। পরে হোস্টেলের পিছনে একটি বাগানে নিয়ে মোবাইল চুরির অপবাদ এনে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাকে। সৌরভের ডাক চিৎকারে স্থানীয় শাহীন, আলমগীর, খলিল ও সোহেল এসে তাকে উদ্ধার করে। পরে স্বজনরা খবর পেয়ে ওইদিন গভীর রাতে সৌরভকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুন অর রশিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘সৌরভের বাম পায়ে আঘাতসহ শরীরর বিভিন্ন স্থানে ফোলা জখম রয়েছে। সৌরভকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’

আহত সৌরভ দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মোবাইল চুরির অপবাদ এনে বেধড়ক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’ মারধরের ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বখাটেরা বলে জানায় সৌরভ।

সৌরভের বাবা সন্তোষ ডাকুয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘এ ঘটনায় সৌরভের লেখাপড়া হুমকির মুখে পড়েছে। বখাটেরা আমার ছেলেকে মারধর করেই ক্ষ্যান্ত হয়নি, এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমাকেও দেখে নেয়ার হুমকি দিয়েছে।’

সৌরভকে উদ্ধারকারী শাহিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘রাতে বিদ্যালয়ের পিছনে কান্নাকাটির শব্দ শুনে আমরা ৫-৬ জনে গিয়ে দেখি সৌরভকে মোবাইল চুরির অপবাদ দিয়ে সুজন, শামিম গাজী, হাসান ও রাজিবসহ ৭-৮ জনে মারধর করছে। আমার এর প্রতিবাদ করলে তারা উল্টে আমাদেরকে হুমকি দিয়েছে।’

বখাটে সুজন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সামান্য কিছু ব্যাপার ঘটেছে। এ বিষয়ে উভয় পক্ষের অভিভাবকরা বসে মিটমাট করে দেবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘মোবাইল চুরির অপবাদ দিয়ে সুজন নামের এক মোটরসাইলেক চালক আমার বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী সৌরভকে মরধর করেছে। আমি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। ’ তিনি আরও বলেন, ‘বাহিরের লোকজন এসে আমার বিদ্যালয়ের ছাত্রকে মারধর করবে তা মেনে নেয়া যায় না।’

আমতলী থানার ওসি মো. আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে বলেন,‘ হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0062699317932129