দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সবার সম্মতিতে মো. চাঁন মিয়াকে সভাপতি, মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।
এছাড়া মো. আনোয়ার কবিরকে সিনিয়র সহ-সভাপতি, আতা মো. আব্দল্লাহ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক এবং শামছুন্নাহার বেগমকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়। সংগঠনের অন্যান্য পদের সদস্যদের আলোচনার ভিত্তিতে মনোনীত করতে কেন্দ্রীয় বিটিএ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিটিএ নেতারা।
বিটিএ ময়মনসিংহ জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি শিক্ষকদের সরকারিকরণের দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দেন।
সম্মেলন উদ্বোধন করেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, এতে প্রধান বক্তা ছিলেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ অধ্যক্ষ কাওছার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনিসংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। বিটিএ প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বিটিএ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি শামসুন্নাহার বেগম ও গোলাম রাব্বানী, বিটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল।
সম্মেলনে সভাপতিত্ব করেন মো. আনোয়ার কবির এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিটিএ টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান।