যোগদান করলেন রাবির নতুন উপ-উপাচার্য | বিশ্ববিদ্যালয় নিউজ

যোগদান করলেন রাবির নতুন উপ-উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম। শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় তিনি যোগদান করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম। শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় তিনি যোগদান করেছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ উপ-উপাচার্যের অফিস কক্ষে এ সময় সদ্য বিদায়ী উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, অপর উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামসহ অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দায়িত্বে যোগদানের পর প্রফেসর সুলতান-উল-ইসলাম তার এ নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাসহ দায়িত্ব পালনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করেন।

পরে নবনিযুক্ত উপ-উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এছাড়া তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ ড. জোহার সমাধি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক ও শহীদ চার জাতীয় নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের কবরেও পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

যোগদান করলেন রাবির নতুন উপ-উপাচার্য
ছবি : রাবি প্রতিনিধি 
যোগদান করলেন রাবির নতুন উপ-উপাচার্য
ছবি : রাবি প্রতিনিধি 
যোগদান করলেন রাবির নতুন উপ-উপাচার্য
ছবি : রাবি প্রতিনিধি 
যোগদান করলেন রাবির নতুন উপ-উপাচার্য
ছবি : রাবি প্রতিনিধি