যৌ*ন নি*পীড়ন: শিক্ষকের অপসারণ দাবি | স্কুল নিউজ

যৌ*ন নি*পীড়ন: শিক্ষকের অপসারণ দাবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

দৈনিক শিক্ষাডটকম, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার মুন্সীরহাট শাহাদাত মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকেরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুলের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন অভিভাবক শাহ আলম পাটওয়ারী, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইউসুফ চৌধুরী, হারুন কাজী, নুরনবী, আবু তাহের, পাটওয়ারী, সিরাজ উল্যাহ মাস্টার, হারুনুর রশিদ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।