রমেকে অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় বেরোবি শিক্ষার্থীকে মারধর - দৈনিকশিক্ষা

রমেকে অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় বেরোবি শিক্ষার্থীকে মারধর

রংপুর প্রতিনিধি |

মায়ের চিকিৎসা করাতে গিয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মারধরের শিকার হয়েছেন বেরোবি ও রাবির দুই শিক্ষার্থী। স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় দুই ভাইকে মারধর করা হয়। শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৭টার দিকে রমেকের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

ছবি : সংগৃহীত

আহতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। 

রেজওয়ানুল করিম রিয়াদ অভিযোগ করে বলেন, আমি ও আমার ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসি৷ এসময় ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় ১০০ টাকা দাবি করেন। অতিরিক্ত টাকার মেমো চাইলে তারা (স্টাফ) মেমো দিতে অস্বীকৃতি জানায়। কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এর প্রতিবাদ করার সঙ্গে সঙ্গেই প্রায় ১৫/১৬ জন মিলে আমাকে ব্যাপক মারধর করেন।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

এ ঘটনায় তার ছোট ভাই রাশেদ করিম ছবি তোলার চেষ্টা করলে তাকেও মারধর করেন স্টাফরা। এসময় তাদের মোবাইল নিয়ে রেখে দেন তারা। কিছুক্ষণ পরে মোবাইল ফেরত দিলেও এ ব্যাপারে বাড়াবাড়ি করলে তাদের দুই ভাইকে গুম করে ফেলার হুমকি দেন স্টাফরা। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে মারধরের শিকার ওই দুই শিক্ষার্থী।

এদিকে, দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে এমন হেনস্তার শাস্তি দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শিক্ষার্থীরা।  এ ঘটনার প্রতিবাদে শনিবার (১২ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।

এ বিষয়ে রংপুর মেডিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আপেল বলেন, দুই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। দু’পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি উপর মহলে জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে রমেক হাসপাতালের কারো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032939910888672