রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির তারিখ ১৫ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ক্লাস শুরু হবে ২১ ডিসেম্বর। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. শামিম আরও জানান, এর আগে ১ম বর্ষের ভর্তির শেষ সময় ছিল ২৯ নভেম্বর পর্যন্ত। পাশাপাশি ক্লাস শুরু হওয়ার কথা ছিল পহেলা ডিসেম্বর থেকে।