রাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার | বিশ্ববিদ্যালয় নিউজ

রাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে, সাভারের সিআরপির সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে, সাভারের সিআরপির সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, সড়কের পাশে রক্তাক্ত যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মোস্তাফিজারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা? এ ব্যাপারে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

  

নিহত মোস্তাফিজার ২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন।