রাষ্ট্রদ্রোহ মামলায় চবি শিক্ষকের আদালতে আত্মসমর্পণ - দৈনিকশিক্ষা

রাষ্ট্রদ্রোহ মামলায় চবি শিক্ষকের আদালতে আত্মসমর্পণ

চট্টগ্রাম প্রতিনিধি |

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আসফাকুর রহমানের আদালতে আত্মসমর্পন করে তিনি জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে এক সপ্তাহ সময় দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী জানান, এই মামলায় আনোয়ার হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহর জামিন নেন। তিনি আজ এখানে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

“এই মামলাটি গুরুত্বপূর্ণ তাই মামলার নথিপত্র পর্যালোচনা করে শুনানি করতে আদালতের কাছে সময় প্রার্থনা করি। আদালত ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন। সেই সময় পর্যন্ত আসামি জামিনে থাকবেন।”

আদালতে আরজি জানানোর দুই বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের ২৩ জুলাই নগরীর পাঁচলাইশ থানায় চবি সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি রেকর্ড হয়।

চবির সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলারও আসামি।

২০১৮ সালের ১৭ মে চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে এই রাষ্ট্রদ্রোহ মামলার আর্জি জানান ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তানভীর।

ওই আর্জি বিষয়ে শুনানি শেষে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সেটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল।

রাষ্ট্রদ্রোহ মামলার আর্জিতে বলা হয়, ২০১৮ সালের এপ্রিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির আবেদনের সঙ্গে ‘রিলিজিয়াস পলিটিক্স অ্যান্ড কমিউনাল হারমনি ইন বাংলাদেশ: এ রিসেন্ট ইমপালস’ শিরোনামে একটি গবেষণা প্রবন্ধ যুক্ত করেন আনোয়ার হোসেন।

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘জার্নাল অব হিউম্যান সোশ্যাল সায়েন্সেস: সোশিওলজি অ্যান্ড কালচার’ এ গবেষণা প্রবন্ধ প্রকাশিতও হয়।

আসাদুজ্জামান তানভীরের অভিযোগ, গবেষণা প্রবন্ধে আনোয়ার হোসেন মুক্তিযুদ্ধকে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বলেছেন। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে ‘ব্রিটিশ ও পাকিস্তান আমলের সাম্প্রদায়িক রাজনীতির ফসল’ হিসেবে দেখিয়েছেন।

ওই গবেষণা প্রবন্ধে ১১ বার জাতির জনকের নাম থাকলেও ‘বঙ্গবন্ধু’ শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেছিলেন তানভীর। 

২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসের বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় দিয়াজের মায়ের করা হত্যা মামলার দুই নম্বর আসামি আনোয়ার হোসেন। ওই মামলা হওয়ার পর সহকারী প্রক্টরের পদ থেকে আনোয়ারকে সরিয়ে দেওয়া হয়। দিয়াজের মায়ের আবেদনে আদালত ওই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

সে সময় আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটও করে ছাত্রলীগের একাংশ।

দিয়াজ হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৮ সালের মার্চ মাসে উচ্চ আদালতের জামিনে মুক্তি পান আনোয়ার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বছরের ফেব্রুয়ারিতে তাকে সাময়িক বরখাস্ত করলেও মুক্তি পাওয়ার পর আবারও তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি  সমাজতত্ত্ব বিভাগে কর্মরত আছেন।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0034651756286621