রুয়েটে ভর্তি পরীক্ষা আজ - Dainikshiksha

রুয়েটে ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক |

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ রবিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এক হাজার ২৩৫টি আসনের বিপরীতে পরীক্ষায় সাত হাজার ৪৮৮ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। প্রতি আসনের বিপরীতে ছয়জন পরীক্ষা দেবেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় রুয়েটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪ বিভাগে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ছয় হাজার ৮৮৬ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে  ৯টা থেকে ১২টা ১০ পর্যন্ত ৬০২ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। আগামী ৩১ অক্টোবর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধানের দেওয়া সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ছাড়া কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

সংবাদ সম্মেলনে রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ বলেন, ‘পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহকারী অধ্যাপক মামুনুর রশীদ, জনংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মর্তুজা প্রমুখ।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0050721168518066