রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা নেয়া প্রধান শিক্ষকের এমপিও বন্ধ | কলেজ নিউজ

রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা নেয়া প্রধান শিক্ষকের এমপিও বন্ধ

জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে এক প্রধান শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চাঁদপুরের মতলব উপজেলার বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা রেজি

জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে এক প্রধান শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চাঁদপুরের মতলব উপজেলার বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ আদায় করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার এমপিও স্থগিত করতে শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত টাকা নিয়েছেন। এ বিষয়ে অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

অভিযোগ প্রমাণিত হওয়ায় এমপিও নীতিমালা অনুসারে প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের এমপিও স্থগিত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রণালয়। আদেশে, প্রধান শিক্ষকের এমপিও স্থগিত করার পাশাপাশি তকে শোকজ করার নির্দেশ দেয়া হয়েছে। 

একইসাথে অতিরিক্ত টাকা আদায় করা প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানকে শোকজ করার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার এমপিও কেন বন্ধ হবে জানতে চেয়ে প্রধান শিক্ষককে শোকজ করতে শিক্ষা অধিদপ্তরকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা নেয়া প্রধান শিক্ষকের এমপিও বন্ধ

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।