রোববারের মধ্যে গণমাধ্যমসহ ৫ সংস্কার কমিশনের গেজেট | অন্তর্বর্তীকালীন সরকার নিউজ

রোববারের মধ্যে গণমাধ্যমসহ ৫ সংস্কার কমিশনের গেজেট

রাষ্ট্র সংস্কারে আরো ৫টি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী রোববারের মধ্যে এর গেজেট প্রকাশিত হবে বলেও জানান তিনি।

রাষ্ট্র সংস্কারে আরো ৫টি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী রোববারের মধ্যে এর গেজেট প্রকাশিত হবে বলেও জানান তিনি।

রোববারের মধ্যে গণমাধ্যমসহ ৫ সংস্কার কমিশনের গেজেট

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এই তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আরো ৫টি নতুন সংস্কার কমিশন হচ্ছে। স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন। আগামী রোববারের মধ্যে গেজেট হবে।

এছাড়া উপদেষ্টা পরিষদ সভায় গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে শেষ হয়, সেজন্য মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে, বলে জানান তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন অবশ্যই হবে। তবে তার আগে ভোটার তালিকা তৈরিসহ নানান কাজ রয়েছে। এর সাথে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি।

কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়ে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা পরিষদ বৈঠকে আলোচনা হয়নি। কিন্তু এটা সত্য যে, কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত দরকার।

আজকে উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, সরকারি প্রকল্পগুলো যেন সব দিক থেকে মানসম্মত হয় সেটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের জন্য নির্দেশিকা তৈরি হবে।