লকডাউনে বাড়িতেই থাকবেন শিক্ষকরা, আসছে নির্দেশনা | স্কুল নিউজ

লকডাউনে বাড়িতেই থাকবেন শিক্ষকরা, আসছে নির্দেশনা

লকডাউনে শিক্ষক-শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে হবে। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার নির্দেশনা থাকলেও তা বাতিল করা হচ্ছে। রোববার (৪ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম

লকডাউনে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার নির্দেশনা থাকলেও তা বাতিল করা হচ্ছে। রোববার (৪ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম রোববার সকালে বলেন, ‘সোমবার থেকে যদি লকডাউন বাস্তবায়নক হয়, তাহলে লকডাউনে শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা তাও নির্দেশনা জারির পর বলা যাবে।’

তিনি বলেন, ‘লকডাউনের পর স্কুলের দাফতরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।’

একই নির্দেশনা দেয়া হবে সকল স্কুল-কলেজে। লকডাউন ঘোষণা হলে শিক্ষকদের বাসায় অবস্থান করতে নির্দেশনা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ রোববার এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।

এ নির্দেশনার মাধ্যমে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষার জন্য নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হবে।