লন্ডনের আশা বাদ দিয়ে শিক্ষায় মনোযোগ দাও : পরিকল্পনামন্ত্রী - দৈনিকশিক্ষা

লন্ডনের আশা বাদ দিয়ে শিক্ষায় মনোযোগ দাও : পরিকল্পনামন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি |

শিক্ষার্থীদের লন্ডনে যাওয়ার আশা বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগ দিতে বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। তিনি বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এটা সরকারের বড় সাফল্য। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঁচতলাবিশিষ্ট ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে ৫০০ কোটি টাকা আছে। এসব টাকার একটি অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ব্যয় করা হবে। এ সময় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি প্রদান এবং ইনাতগঞ্জকে থানা করার আশ্বাস দেন।

বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের উদ্দেশ করে পরিকল্পনামনন্ত্রী বলেন, ‘তোমরা লন্ডনের আশা বাদ দিয়ে ভালো করে লেখাপড়া করো। কোনো অভিভাবক যাতে লেখাপড়া বাদ দিয়ে লন্ডনের আশায় মেয়েদের বিয়ে না দেয় সেদিকে লক্ষ রাখতে হবে। একদিন তোমাদের মধ্যেই কেউ কেউ এ দেশের এমপি-মন্ত্রী হবে।’

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বিদ্যালয়ে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মকুল ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়টির সভাপতি ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মখলুছ মিয়া।

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ - dainik shiksha অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র - dainik shiksha ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003366231918335