লাইব্রেরিয়ানরা শিক্ষক হলে লাইব্রেরির দরজা চিরতরে বন্ধ হবে - দৈনিকশিক্ষা

লাইব্রেরিয়ানরা শিক্ষক হলে লাইব্রেরির দরজা চিরতরে বন্ধ হবে

অমিত হাসান |

সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ানরা নিয়মিত ক্লাস নেন। পরীক্ষার খাতা দেখেন, পরীক্ষার ডিউটিও পালন করেন। শিক্ষার্থীরাও তাদেরকে স্যারই সম্বোধন করেন। কিন্তু কোথাও কোথাও প্রতিষ্ঠান প্রধানরা লাইব্রেরিয়ানদের নিয়ে অহেতুক পরীক্ষা-নিরীক্ষায় লিপ্ত রয়েছেন মর্মে অভিযোগ পাওয়া যায়। কোথাও কোথাও তাদের সাথে বিমাতসুলভ আচরণও করা হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে লাইব্রেরিয়ানরা ক্ষোভও প্রকাশ করেন।

লাইব্রেরিয়ানদের কেউ কেউ নিজেদেরকে লাইব্রেরিয়ান-শিক্ষক হিসেবে পরিচয় দেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে লাইব্রেরিয়ান-শিক্ষক নামে কোনও পদ নেই।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় আরেকটি ফ্যাসাদ তৈরি করে রেখেছে। একাধিক আদেশ জারির মাধ্যমে লাইব্রেরিয়ানদের ক্ষুব্ধ করে তুলেছে। প্রজ্ঞাপন মতে, এখন লাইব্রেরিয়ানরা শিক্ষকও না আবার কর্মচারীও না। কিন্তু সারাদেশের কতিপয় প্রতিষ্ঠান প্রধান সহকারী লাইব্রেরিয়ানদের শিক্ষক কমনরুমে বসতে দেন না। কর্মচারীদের সাথে হাজিরা খাতায় সই করতে বাধ্য করান। এসব কারণে ক্ষুব্ধ এমপিওভুক্ত লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিনরা আর নিজ পদের পরিচয় দিতে চান না, তারা শিক্ষক পরিচয় দিতে চান। বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে শত শত বই দেখাশুনা ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাদেরকে ক্লাসের দায়িত্ব দেন প্রতিষ্ঠান প্রধানরা।
 
এমতাবস্থায় সহকারী লাইব্রেরিয়ানরা শিক্ষক পদের জন্য ফেসবুকে লেখালেখি ছাড়াও আদালতের শরণাপন্ন হয়েছেন। এটা তাদের অধিকার। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তারা যদি আদালতের রায়ে শিক্ষক হিসেবে পরিগণিত হন তবে, তারা আর লাইব্রেরিয়ান হিসেবে পরিচয় দেবেন না। তাই তাদের শিক্ষক নয় শিক্ষকের সম্মান দেয়া উপচিত। যেহেতু লাইব্রেরিয়ান ও লাইব্রেরির দায়িত্ব থাকাবস্থায় তাদেরকে কোনও কোনও প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের হাতে নাজেহাল হতে হয়েছে সেহেতু তারা আর লাইব্রেরিমুখী হবেন না। এতে নতুন একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর তা হলো, লাইব্রেরিগুলোর দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া।

[মতামতের জন্য সম্পাদক দায়ী নন]

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0058979988098145