লোকবল সংকটে কুলাউড়া প্রাথমিক শিক্ষা অফিস - দৈনিকশিক্ষা

লোকবল সংকটে কুলাউড়া প্রাথমিক শিক্ষা অফিস

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি |

কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দীর্ঘদিন থেকে জনবল সংকট রয়েছে। দৈনদিন কাজ করতে মাত্র ৪ জন কর্মকর্তা রয়েছেন সেখানে। ফলে দারুণ হিমশিম পোহাতে হচ্ছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, কুলাউড়া শিক্ষা অফিসে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও দীর্ঘদিন থেকে সেখানে মাত্র ৪ জন দিয়ে চলছে যাবতীয় কার্যক্রম। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের প্রয়োজনীয় কাজ করতেও নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১০৪২ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে ১৭টি কর্মকর্তা ও কর্মচারীর পদ রয়েছে।

এসব পদে রয়েছেন ১ জন উপজেলা শিক্ষা অফিসার, ৯ জন সহকারী শিক্ষা অফিসার, ১ জন উচ্চমান সহকারী, ৪ জন অফিস সহকারী, ১ জন হিসাব সহকারী ও ১ জন এমএলএসএস। ওই সূত্র আরো জানায়, ১৭ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন।

তারা হলেন উপজেলা শিক্ষা অফিসার মো. ইফতেখায়ের হোসেন ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান ও সৌরভ গোস্বামী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিক। কিছু পদে লোকবল আগে থাকলেও ২০১২ সাল থেকে অন্য পদগুলো এখনো শূন্য রয়েছে। কর্মকর্তা ও শিক্ষকরা অফিসে থাকাকালীন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় এমএলএসএস না থাকায়। অফিসে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হলে চা নাস্তা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য কর্মরত কর্মকর্তারা নিজেই সেই কাজগুলো সম্পাদন করতে হয়। এই সংকটের কারণে দীর্ঘদিন থেকে নানা বিড়ম্বনায় শিক্ষা অফিস কচ্ছপ গতিতে চলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূইয়া জানান, অফিসে মাত্র ৪ জন লোক সকল কাজ করতে গিয়ে কে শিক্ষা অফিসার, আর কে অফিস সহকারী তা বাহিরে থেকে বুঝা দায় হয়ে পড়বে। জনবল সংকটের কারণে আমরা নিজেরা দীর্ঘদিন থেকে এই বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো জানান, অফিসের কাজে সহায়ক হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের দক্ষ ৫ জন শিক্ষক দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪ জন বিচক্ষণ শিক্ষক আমাদের কাজে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি শূন্য পদগুলোতে দ্রুত লোকবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0089950561523438