শতভাগ স্কলারশিপ দেবে ডিকিন বিশ্ববিদ্যালয় | বিদেশে উচ্চশিক্ষা নিউজ

শতভাগ স্কলারশিপ দেবে ডিকিন বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় শতভাগ স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে চায় ডিকিন বিশ্ববিদ্যালয়। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া প্রতিনিধি মিস রাভনিথ পাহওয়া এ প্রস্তাব দেন। মিস রাভনিথ বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে পড়ার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্যদের মাধ্যমিক ও..

অস্ট্রেলিয়ায় শতভাগ স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে চায় ডিকিন বিশ্ববিদ্যালয়।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া প্রতিনিধি মিস রাভনিথ পাহওয়া এ প্রস্তাব দেন।

মিস রাভনিথ বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে পড়ার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্যদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মেধাক্রম অনুসারে ২৫ থেকে ৩০ শতাংশ বৃত্তি সুবিধা দেয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে ডিকিন বিশ্ববিদ্যালয় টপ টেনের মধ্যে রয়েছে। অস্ট্রেলিয়ার এ বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখা ও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তাই আগ্রহীদের কাছ থেকে আবেদন প্রত্যাশায় তারা বাংলাদেশে এসেছেন বলে জানান।

কোন শ্রেণির শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবে এমন প্রশ্নে উত্তরে মিস রাভনিথ বলেন, বাংলাদেশের দরিদ্র মেধাবীদের অল্প খরচে ডিকিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেয়া হবে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হবে, তবে তাদেরও বিভিন্ন সেমিস্টারে বৃত্তি দেয়া হবে। এ সময় ডিকিন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।