শনিবারে স্কুল খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী | স্কুল নিউজ

শনিবারে স্কুল খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পবিত্র রজমান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বিতর্ক এড়াতে আগামী বছরের ৫২টি শনিবারের (সাপ্তাহিক ছুটি) মধ্যে থেকে কিছু শনিরার বিদ্যালয় খোলা রাখা হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ ম

মিথিলা মুক্তা, দৈনিক শিক্ষাডটকম : পবিত্র রজমান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বিতর্ক এড়াতে আগামী বছরের ৫২টি শনিবারের (সাপ্তাহিক ছুটি) মধ্যে থেকে কিছু শনিরার বিদ্যালয় খোলা রাখা হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু বিষয়টি এ বছর এভাবে এসেছে, তাই আগামী দিনে বছরের ৫২টি শনিবারের মধ্যে থেকে কিছু শনিবার বিদ্যালয় খোলা রেখে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করার জন্য পরিকল্পনা করা হবে। 

তিনি বলেন, আমাদের বছরে ৫২টি শনিবার রয়েছে। আগামী বছর থেকে যাতে ছুটির বিষয়ে আদালতের রায় এনে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানো না হয় সে বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করা হবে। 

  

মন্ত্রী বলেন, এ বছর পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু এই বছর বিষয়টি এসেছে। আমরা আগামীতে চেষ্টা করবো বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস যাতে বন্ধ করতে পারি। 

শিক্ষামন্ত্রী আরো বলেন, সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো। যাতে আদালতে গিয়ে মিথ্যা গুছিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে, সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে। এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে। এ বিষয়ে আমরা চেষ্টা করবো। 
মহিবুল হাসান চৌধুরী বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার মাধ্যমে ইতিহাসকে বেশি বিকৃত করা হয়েছিলো। এই সময়ের সরকারগুলো মিথ্যাকে প্রতিষ্ঠিত করার এমন হীন কোনো প্রচেষ্টা নেই যা তারা করেনি। ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিভিন্নভাবে বিতর্কিত করেছিলো। বঙ্গবন্ধুর বাংলায় সব ধর্ম-বর্ণের লোক স্বাধীনভাবে থাকবে। এখনো শিক্ষাব্যবস্থাকে গোঁড়ামির দিকে নিয়ে যেতে একটি শক্তি সক্রিয় রয়েছে।

  

তিনি বলেন, সংবেদনশীলতার জায়গায় আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। এসব বিষয় নিয়ে আলেম-ওলামাদের সঙ্গেও আলোচনা করবো, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে। আগামীতে শিক্ষা পরিবার সংবিধানের মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করবো আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবেন না, যোগ করেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, সব মতের মানুষের বিশ্বাস ও চিন্তা- চেতনার প্রতি সম্মান রেখে পাঠ্যপুস্তক প্রণয়নসহ সব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে মন্ত্রণালয়।

 এ বছর রমজানে স্কুল ছুটির আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় ছিল মন্ত্রণালয়। রমজানের আগের দিন তারা আপিল করে বসে। সোমবার বিকেলের দিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। 

এসময় চেম্বার বিচারপতি প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। পরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

শনিবারে স্কুল খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শনিবারে স্কুল খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী