শাবিতে ফিরেছেন অধ্যাপক জাফর ইকবাল - Dainikshiksha

শাবিতে ফিরেছেন অধ্যাপক জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |

চিকিৎসা পরবর্তী ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ফিরেছেন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। সোমবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি ক্যাম্পাসে ফেরেন। ক্যাম্পাসে এসে নিজ বিভাগে যোগ দিয়েছেন তিনি। 

বিভাগ সূত্রে জানা গেছে, ১২টায় ক্যাম্পাসে এসে ১২টা ১৫ মিনিটে বিভাগে জয়েন পেপারে স্বাক্ষর করেন। দুপুর ১টায় বিভাগের একটি মিটিং শেষ করেছেন। দুপুর ২টায় তিনি একটি ক্লাস নেবেন।

ড. মুহম্মদ জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্যার বর্তমানে পুরোপুরি সুস্থ হওয়ায় ক্যাম্পাসে ফিরেই ক্লাস নেওয়ার কথা রয়েছে।’

এর আগে, গত ১৪ এপ্রিল দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে ফিরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছিলেন, ‘আমি কখনও ভয় পাই না। এখনও পাচ্ছি না। মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমি আবারও কথা বলবো।’  এসময় তার স্ত্রী ড. ইয়াসমিন হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবালের আগমন বিষয়ে পুলিশ অবগত ছিলেন বলে  নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।  তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।  অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে ।’

প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকাল ৫টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশে হামলা চালায় ফয়জুল হাসান নামে এক তরুণ।  হামলার পর ড. জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এয়ার-অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৪ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি শাবিতে আসেন তিনি।  এর পরেই চিকিৎসকদের পরামর্শমতে অধ্যাপক জাফর ইকবাল দীর্ঘদিন বিশ্রামে ছিলেন।  

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0034081935882568