শাবিপ্রবি ভিসি এখনই পদত্যাগ করছেন না - দৈনিকশিক্ষা

শাবিপ্রবি ভিসি এখনই পদত্যাগ করছেন না

নিজস্ব প্রতিবেদক |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি ফরিদ উদ্দিন আহমেদকে এখনই সরিয়ে দেয়া হচ্ছে না। তবে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সব অভিযোগ তদন্ত করবে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী আরও জানিয়েছেন, তিনি শিক্ষার্থীরা তার সঙ্গে আলোচনা করেছেন, তারা আলোচনা ও তদন্তের আশ্বাসে তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। 

বুধবার রাতে রাজধানীর হেয়ার রোডস্থ নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে বলেও ব্রিফিংয়ে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কিছু অভিযোগ নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। পরে কয়েকটি কারণে তাদের আন্দোলন এ দফা দাবির আন্দোলনে পরিনত হয়েছে। তারা এখন অনশন প্রত্যাহার করেছেন সেটা স্বস্তির। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে তাদের সব দাবি ও অভিযোগের কথা শুনবো। তাদের সব অভিযোগ তদন্ত করা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী বলেন, উপাচার্যকে সরিয়ে দেয়াই সমস্যার সমাধান নয়। উনি চলে গেলেও তো আরেকজন উপাচার্য আসবেন। তখনতো সমস্যাগুলো থেকেই যাবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যগুলো খুঁজে বের করতে চাই।

মন্ত্রী বলেন, আমরা সিলেট গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তাদের দাবি ও অভিযোগগুলো শুনবো। এরপর শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। 

তিনি বলেন, শিক্ষার্থীরা জানিয়েছেন তারা সব অবরোধ-আন্দোলন প্রত্যাহার করবেন। আমি তাদের এ কথায় আস্থা রাখতে চাই। আশা করি, তারাও আমার ওপর আস্থা রাখবেন। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা রাতেই আন্দোলন অবরোধ প্রত্যাহার করবেন। 

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা কবে হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি প্রস্তুত আছি, সিলেটে গিয়ে আলোচনার জন্য। তারা আমাদের জানালেই আমরা আলোচনার ব্যবস্থা করবো। এ মুহূর্তে শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে অনেক ক্লান্ত। তারা যদি বলেন, এখনই তারা আলোচনা করবেন তাই হবে। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ আছে, তারা যদি চান ক্লাস শুরু হলে আলোচনা করবেন তাও হতে পারে। আমরাও দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরুর চেষ্টা করবো। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে দুইপক্ষ বলে কিছু নেই। আমরা সবাই আমাদের শিক্ষার্থীদের মঙ্গল চাই। তারা অনশন থেকে সরে এসেছেন সেটা স্বস্তির। এসময় শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। 

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0069699287414551