শারীরিক উপস্থিতিতে দেশের তিনটি ট্রাইব্যুনাল চালানোর নির্দেশ | বিবিধ নিউজ

শারীরিক উপস্থিতিতে দেশের তিনটি ট্রাইব্যুনাল চালানোর নির্দেশ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও মানব পাচার দমন ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনালও শারীরিক উপস্থিতিতে চালানোর আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও মানব পাচার দমন ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনালও শারীরিক উপস্থিতিতে চালানোর আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : দৈনিক শিক্ষা পরিবারের নতুন সদস্য ‘দৈনিক আমাদের বার্তা’

রোববার (২ মে) এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি প্রজ্ঞাপন জারি করেন। করোনা পরিস্থিতিতেও এসব আদালত শারীরিক উপস্থিতিতে চালানোর নির্দেশ দেয়া হলো।

প্রজ্ঞাপনের অনুলিপি এসব ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে ভার্চুয়ালি দেশের কয়েকটি আদালত চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১টি হাইকোর্ট বিভাগে ৪টি বেঞ্চ ও সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে ১ জন ম্যাজিস্ট্রেট বসে মামলা পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন