শিক্ষককে তুলে নিয়ে পেটালেন বাসশ্রমিকেরা - দৈনিকশিক্ষা

শিক্ষককে তুলে নিয়ে পেটালেন বাসশ্রমিকেরা

যশোর প্রতিনিধি |

দৈনিকশিক্ষাডটকম, যশোর:  যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ আহত হন। তাঁকে উদ্ধারের পর বাস ও আহত ব্যক্তির ছবি তোলায় এক কলেজশিক্ষককে তুলে নিয়ে পিটিয়ে জখম করেছেন বাসশ্রমিকেরা। হামলাকারীরা ওই শিক্ষকের পকেটে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল মাজিদ যশোর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।

আহত ব্যক্তি, পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে একটি বাসের ধাক্কায় একজন বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এ সময় শিক্ষক আবদুল মাজিদ ওই ব্যক্তির জখম হওয়া পা ও বাসের ছবি তোলেন। কিছুক্ষণ পর বাসের শ্রমিক মো. সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ওই শিক্ষকের ওপর হামলা করেন। উপস্থিত লোকজনের সামেই তাঁকে বেদম মারপিট

করা হয়। এতেই ক্ষান্ত হননি ওই শ্রমিকেরা। তাঁরা ওই শিক্ষককে ভ্যানে করে বাসমালিক সমিতির অফিসে নিয়ে আটকে রেখে আবার মারপিট করেন। এ সময় আলমগীর নামের সমিতির এক কর্মী এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।

 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী সন্ধ্যায় বলেন, ‘শিক্ষককে মারপিটের বিষয়টি শুনেছি। বাসমালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। পুলিশ পাঠিয়ে এ বিষয়ে অভিযোগ গ্রহণের চেষ্টা করা হচ্ছে। এরপর অভিযুক্ত শ্রমিকদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, শিক্ষককে মারপিটের ঘটনা জানার পরে অভিযুক্ত দুই শ্রমিক মো. সোহাগ ও আবদুল কাদেরকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। 

দেশে পিএইচডিধারী ৫২ হাজার - dainik shiksha দেশে পিএইচডিধারী ৫২ হাজার নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল - dainik shiksha নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা - dainik shiksha প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের - dainik shiksha শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা - dainik shiksha স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ - dainik shiksha ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো - dainik shiksha শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো please click here to view dainikshiksha website Execution time: 0.0046849250793457