শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ | স্কুল নিউজ

শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

যশোরের মণিরামপুরে শিক্ষক দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে মানববন্ধন শেষে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এ সময় সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশ

যশোরের মণিরামপুরে শিক্ষক দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকালে মানববন্ধন শেষে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এ সময় সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বাসায় গিয়ে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দিদার আলমের নেতৃত্বে তাকে বেধড়ক মারধর করা হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক দিদার আলম আত্মগোপনে চলে যান। 

পরে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্র করে সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সুন্দলপুর বাজারে মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করেন। 

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে এক ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।