শিক্ষকদের ঈদ বোনাস-এপ্রিলের বেতনের চেক ছাড় হচ্ছে কাল

শিক্ষকদের ঈদ বোনাস-এপ্রিলের বেতনের চেক ছাড় হচ্ছে কাল

বেসরকারি এমপিভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা এবং এপ্রিল মাসের বেতনের চেক আগামীকাল রোববার (২ মে) ছাড় হতে পারে। প্রচলিত বিধান অনুসারে শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পাচ্ছেন। বেতন-বোনাসের টাকা উত্তোলনে

বেসরকারি এমপিভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা এবং এপ্রিল মাসের বেতনের চেক রোববার (২ মে) ছাড় হতে পারে। প্রচলিত বিধান অনুসারে শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পাচ্ছেন। বেতন-বোনাসের টাকা উত্তোলনের শেষ সময় ৬ থেকে ৮ মে নির্ধারণ করা হতে পারে। তিনটি অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা এবং এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। ইতোমধ্যে চেক অনুমোদন হয়েছে। রোববার চেক ব্যাংকে পাঠানো হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, ইতোমধ্যে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বোনাস ও বেতনের জিও জারি হয়েছে। বৃহস্পতিবার চেক এজি অফিস থেকে অনুমোদন করা হয়েছে। চলমান লকডাউনের কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাংক চলছে। এজন্য সেদিন অনুমোদনের পর চেক পাঠানো সম্ভব হয়নি। রোববার চেক ব্যাংকে পাঠানো হবে বলে আশা করছি। বেতন ও বোনাস উত্তোলনের শেষ দিন নির্ধারণ করা হচ্ছে ৬ মে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, রোববার চেক ছাড় করার সম্ভাবনা আছে। ইতোমধ্যে সার্বিক কাজ শেষ হয়েছে।

দৈনিক শিক্ষা পরিবারের নতুন সদস্য ‘দৈনিক আমাদের বার্তা’

জানা গেছে, শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ও বোনাসের শিট অধিদপ্তরগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে পারবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।