শিক্ষকদের গাফিলতিতে ফের রেজিস্ট্রেশন বঞ্চিত ২২ শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

শিক্ষকদের গাফিলতিতে ফের রেজিস্ট্রেশন বঞ্চিত ২২ শিক্ষার্থী

দৈনিক শিক্ষাডটকম, চাঁদপুর |

চাঁদপুরের কচুয়ার সাচার ডিগ্রি কলেজের শিক্ষকদের গাফিলতিতে রেজিস্ট্রেশন হয়নি ডিগ্রি প্রথম বর্ষের ২২ শিক্ষার্থীর।  গত বছরও একই ভুল হয়েছিল কলেজ কর্তৃপক্ষের। এ বছর তাদের রেজিস্ট্রেশন করে দেয়ার কথা থাকলেও একই ভুলে জীবন থেকে হারিয়ে গেল শিক্ষার্থীদের দুটি বছর। এ ঘটনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সাচার ডিগ্রি কলেজে প্রথম বর্ষে ১৪৬ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির জন্য আবেদন করেন। পরবর্তীতে কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতিনিধি (অফিস সহায়ক) শাহিনা আক্তার শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত আবেদন নিশ্চায়ন করেননি। ফলে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ২২ জন শিক্ষার্থী ২০২৩ খ্রিষ্টাব্দে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিতে এসে জানতে পারেন তাদের প্রবেশপত্র আসেনি। ওই সময় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহসীন কবির ও সাবেক

উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চন্দনা সাহার কাছে শিক্ষার্থীরা দ্বারস্থ হলে শিক্ষার্থীদের পরের বছর অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে তাদের ভর্তি নিশ্চিত করে পরীক্ষায় সুযোগ দেওয়ার আশ্বাস প্রদান করেন। আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা রীতিমতো ক্লাসে অংশগ্রহণ, বেতন-ভাতা প্রদানসহ আনুষঙ্গিক সকল প্রক্রিয়া শেষ করেন। কিন্তু ২০২৪ খ্রিষ্টাব্দেও তারা একই ঘটনার সম্মুখীন হয়েছেন। এবারও তারা জানতে পারেন তাদের রেজিস্ট্রেশন হয়নি। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের এমন ভুলের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কলেজে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন তাদের প্রভাব লিস্টে নাম আসেনি। ফলে তাদের প্রবেশপত্রও আসেনি। যেখানে রেজিস্ট্রেশন হয়নি সেখানে ফরম পূরণের জন্য কর্তৃপক্ষ কীভাবে টাকা নিলো এমন প্রশ্ন সবার।

ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থী আবুল হাসান, সাকিব, হুমায়রা, তানজিলা আক্তার ও আসমা আক্তার বলেন, রেজিস্ট্রেশন ফি দিয়েছি, তাহলে কেন আমাদের রেজিস্ট্রেশন হয়নি? আর রেজিস্ট্রেশন না হলে আমাদের কাছ থেকে ফরম পূরণ, বেতন ও রেজিস্ট্রেশনের টাকা নিল কেন? অধ্যক্ষসহ দায়িত্বপ্রাপ্ত অন্যরা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমাদের জীবন থেকে দুটি বছর হারিয়ে যাবে তা মেনে নিতে পারছি না।

বেশ কয়েকজন অভিভাবক জানান, তাদের ছেলে-মেয়েদের ফরম পূরণ হয়নি। কারণ হিসেবে তারা রেজিস্ট্রেশন না হওয়াকে উল্লেখ করেছেন।

কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহসীন কবির বলেন, আমাদের ভুলের কারণে ২২ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি। অভিভাবক ও শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। যেহেতু ভুল করেছি, যেকোনো শাস্তি মেনে নেব।

তিনি আরও বলেন, গত বছর ইউএনওকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ওই সময় অজ্ঞাত কারণে তদন্ত কমিটি সরেজমিনে এসে বিষয়টি অনুসন্ধান করেনি। এবার শিক্ষার্থীরা পুনরায় এসে বিষয়টি আমাকে জানালে বর্তমান কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সহায়তায় পুনরায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই-বাছাই করে তদন্ত রিপোর্ট দেবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অনুসন্ধানের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মেডিক্যাল ভর্তি আবেদন শুরু, জেনে নিন প্রক্রিয়া - dainik shiksha মেডিক্যাল ভর্তি আবেদন শুরু, জেনে নিন প্রক্রিয়া সময় বাড়লো এসএসসির ফরম পূরণের - dainik shiksha সময় বাড়লো এসএসসির ফরম পূরণের বিসিএসে একবার প্রিলি পাসেই ৩ বার লিখিত-মৌখিক পরীক্ষা - dainik shiksha বিসিএসে একবার প্রিলি পাসেই ৩ বার লিখিত-মৌখিক পরীক্ষা ভারতের কারণে ইউরোপগামী শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে: প্রধান উপদেষ্টা - dainik shiksha ভারতের কারণে ইউরোপগামী শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে: প্রধান উপদেষ্টা জবির ৭‘শ শিক্ষার্থী পাচ্ছেন আবাসন সুবিধা - dainik shiksha জবির ৭‘শ শিক্ষার্থী পাচ্ছেন আবাসন সুবিধা বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতা - dainik shiksha বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতা সব স্কুল-কলেজে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা - dainik shiksha সব স্কুল-কলেজে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039420127868652