সারাদেশের অধিগ্রহণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইমস্কেলের টাকা ফেরতের নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের
চিঠির বিষয়ে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩ সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান শিক্ষকদের আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
২০১৩-২০১৪ খ্রিষ্টাব্দে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেয়ার নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র নিয়ে রিট করা হয়। ২০২০ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট এ বিষয়ের শিক্ষকদের পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়। সরকারিকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষককের টাইমস্কেলের এ সুবিধা দেয়া হয়েছিল।
আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত বছরের ১২ আগস্ট সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেলের সুবিধা ফেরত দেয়ার নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ শিক্ষকরা রিট করেন। তখন হাইকোর্ট বিভাগ পরিপত্র স্থগিত করে রুল জারি করে। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। ১৩ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরে স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকরা আপিল বিভাগে আবেদন করে। বুধবার আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রিট মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।