শিক্ষকদের ধর্মঘট আজ - দৈনিকশিক্ষা

শিক্ষকদের ধর্মঘট আজ

নিজস্ব প্রতিবেদক |

জাতীয়করণের দাবিতে আজ রোববার (২১শে জানুয়ারি) বেরসকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করবেন শিক্ষকরা। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ডাকে ধর্মঘট করবেন তারা। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন চলছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১৫ জানুয়ারি থেকে তারা অনশন করছেন। এর আগে গত ১০ জানুয়ারি থেকে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন। শনিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশনে ৮৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

৬ষ্ঠ দিনের মত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে শিক্ষকরা। ছবি: দৈনিকশিক্ষা

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতা নজরুল ইসলাম রনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘অনশনের পাশাপাশি রোববার (২১শে জানুয়ারি) এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়েছে। এদিন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আরও শিক্ষক অনশনে অংশ নেবেন।’ জাতীয়করণের দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন এ শিক্ষক নেতা।

সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটে সাড়া দেবে কিনা দৈনিকশিক্ষার এমন প্রশ্নের জবাবে ফোরামের যুগ্ম আহ্বায়ক জিএম শাওন বলেন, ‘আশা করি সব শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের ডাকা ধর্মঘটে সাড়া দেবেন। কারণ সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরই দাবি জাতীয়করণ। তবে কিছু প্রতিষ্ঠান ব্যতিক্রম থাকতে পারে। তারা
ধর্মঘট নাও মানতে পারে।’

এদিকে, ‘মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি’ নামের অপর একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের সংগঠন আগামী ২৩শে জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে তিনদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের সাথে নৈতিক সমর্থন জানিয়ে তারা
কর্মবিরতি পালনের এ সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষক নেতারা জানান।

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মো: ইদ্রিস আলী দৈনিকশিক্ষাকে জানান, ‘জাতীয়করণের একদফা দাবিতে আগামী সোমবার (২৩শে জানুয়ারি) থেকে বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত তিনদিন দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হবে। সরকার আমাদের উত্থাপিত দাবি মেনে না নিলে আগামী ২৯ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের নিয়ে মাধ্যমিক স্কুল শিক্ষা (দ্বাদশ শ্রেণি পর্যন্ত) জাতীয়করণের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আমরণ অনশন কর্মসূচির প্রতি আমরা নৈতিক সমর্থন জানিয়েছি মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে।’

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শিক্ষকদের জাতীয়করণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন ফোরামের আহ্বায়ক মো. আব্দুল খালেক, উপদেষ্টা মো. আবুল বাশার হাওলাদার, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, উপদেষ্টা মো. জসিম উদ্দিন, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান সেলিম, জিএম শাওন, মতিউর রহমান দুলাল, মোস্তফা ভূইয়া, আবুল হোসেন মিলন, প্রেস সচিব মো. এনামুল ইসলাম মাসুদ, হারুন-অর-রশীদ, বাবেশিকফো সহ-সভাপতি হারুন-অর-রশীদ। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন জালাল উদ্দিন, বাবেশিকফোর যুগ্ম মহাসচিব দেলোয়ার হোসেন খোকন, বাবেশিকফোর যুগ্ম সাংগঠনিক সম্পাদক লিটন শেখ, শিক্ষক নেতা আইনুল ইসলাম, নুরুল ইসলাম, কামরুল হাসান, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আলম সর্দার, সোহেলী পারভিন, শাহনাজ পারভীন, সালমা আক্তার, মনিরা পারভীন, সুচিত্রা চৌধুরী, রতন কুমার দেবনাথ।

স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0038878917694092