শিক্ষকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি - দৈনিকশিক্ষা

শিক্ষকদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি

কুমিল্লা প্রতিনিধি |

শিক্ষকদের নিরাপত্তায় আইন প্রণয়ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের (বিএমজিটিএ) একাংশের নেতারা। 

শুক্রবার সকালে কুমিল্লা হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ হলরুমে বিএমজিটিএর একাংশের কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে সরকারের কাছ এ দাবি জানান তারা।

কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির একাংশের সভাপতি মো. হারুন অর রশিদ।

মো. হারুন অর রশিদ বলেন, দেশে শিক্ষকদের ওপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। এগুলো কোনভাবেই মেনে নেয়া যায় না। এভাবে চলতে থাকলে শিক্ষকেরা মনোবল হারিয়ে শিক্ষা কার্যক্রম থেকে দুরে সরে যাবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তখন এর দায় সরকারকেই নিতে হবে । তাই  শিক্ষকদের নিরাপত্তায় আইনের বিকল্প নেই।

প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের একাংশের মহাসচিব মো. শান্ত ইসলাম বলেন , মাদরাসা জনবল কাঠামো ও নীতিমালা দ্রুত সংশোধন করে মাদরাসা প্রভাষকদের ৫০ শতাংশ সহকারী অধ্যাপক ও ১৬ বছর পর সব প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব কে,এম শামীম, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, দপ্তর সম্পাদক এলিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিনসহ অনেকে।

এ সময় শিক্ষক নেতারা সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী - dainik shiksha শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - dainik shiksha পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মেঘনার মোহনায় শিক্ষা বঞ্চনা - dainik shiksha মেঘনার মোহনায় শিক্ষা বঞ্চনা ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা - dainik shiksha ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বৃদ্ধি - dainik shiksha এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বৃদ্ধি please click here to view dainikshiksha website Execution time: 0.0067200660705566