শিক্ষকদের সহযোগিতা করলেন শিক্ষকরা | সমিতি সংবাদ নিউজ

শিক্ষকদের সহযোগিতা করলেন শিক্ষকরা

করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ থাকায় বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করা শিক্ষকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী জেলা কলেজ শিক্ষক সমিতি। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের নূর একাডেমি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সং

করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ থাকায় বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করা শিক্ষকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী জেলা কলেজ শিক্ষক সমিতি। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের নূর একাডেমি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ।

এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেকনিক্যাল কলেজের শিক্ষক আল-আমিন শিকদার, নূর একাডেমি প্রি-ক্যাডেট স্কুল প্রধান শিক্ষিকা সানজিদা আফরোজ সুমি উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সংগঠনের মোবাইল হট লাইনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ সচেতনতামূলক কাজ করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে করোনা পরিস্থিতিতে কর্মহীন প্রাইভেট ও বেসরকারি শিক্ষক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ সহায়তা চেয়ে কল করে। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার উপস্থিত ৬০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেয়ার পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের বাসায় বাসায় গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।