শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ - দৈনিকশিক্ষা

শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

দৈনিকশিক্ষাডটকম, মানিকগঞ্জ |

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে।]

গত রোববার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুই শিক্ষার্থীর অভিভাবক।

সহকারী শিক্ষক জাকারিয়া খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোহাম্মদ জাকারিয়া খান বিদ্যালয়ে এবং তার বাড়িতে (শিক্ষক) টিউশনের সময়ে প্রায়ই ওই ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। কয়েকদিন আগে তিনি ওই ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করলে, তারা বাড়িতে এসে কান্নাকাটি করে পরিবারকে বিষয়টি জানায়।

তবে অভিযোগটি ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করে জাকারিয়া খান বলেন, “আমার সম্মানহানীর জন্য গ্রামের কিছু লোক আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে। তারা আমাকে ও আমার পরিবারকে হেয় করতে এবং সামাজিক অবস্থান ভুলণ্ঠিত করতে এ অভিযোগ করেছে।”

তারা অন্য শিক্ষার্থীদের দিয়েও মিথ্যা অভিযোগ করানোর চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, “তারা আমার বাড়িতে ৫০-৬০ জন লোক পাঠিয়েছে। তারা নানাভাবে হুমকি দিয়েছে, আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলায় তিনি স্থানীয় চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষক ও এলাকাবাসীর কাছে বিচার চেয়েছেন কিন্তু সমাধান হয়নি বলে দাবি তার।

এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস বলেন, “শুক্রবার আমরা সমাধানে বসতে চেয়েছিলাম। তবে শুক্রবার সমাধান হয়নি।”

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করবো। যদি তদন্তে দোষী প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আখতার বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত করে ঘটনাটি প্রমাণিত হলে শাস্তি দেয়া হবে। তবে তদন্তের আগে ওই শিক্ষককে আরেকটা স্কুলে সরিয়ে দেওয়া হবে। তারপর তদন্তে যদি প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।”

সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম বলেন, “জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে সহকারী শিক্ষক জাকারিয়া খানকে চরাঞ্চলের একটি স্কুলে বদলির (সাময়িক) বিষয়ে সুপারিশ পাঠিয়েছি। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

ফের সার্ভার জটিলতা, এমপিওর আবেদনে ভোগান্তি - dainik shiksha ফের সার্ভার জটিলতা, এমপিওর আবেদনে ভোগান্তি সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাপ্রধান - dainik shiksha সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাপ্রধান অসুস্থ শিশুদের পরিবর্তে স্কুলে যাবে রোবট - dainik shiksha অসুস্থ শিশুদের পরিবর্তে স্কুলে যাবে রোবট শিক্ষক-কর্মচারীদের মারধরের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার - dainik shiksha শিক্ষক-কর্মচারীদের মারধরের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি - dainik shiksha নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028698444366455