শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি | কলেজ নিউজ

শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানান সমিতির নেতারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দাবি জানিয়ে এ সভার আয়োজন করা হয়।

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানান সমিতির নেতারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দাবি জানিয়ে এ সভার আয়োজন করা হয়। 

শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি
শিক্ষক দিবসে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির। ছবি : দৈনিক শিক্ষা

আলোচনা সভায় শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ। সরকার যখন এ ব্যাপারে ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হচ্ছিল তখন কিছু সুবিধাভোগী শিক্ষক নেতা আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের করা হচ্ছে। শিক্ষকরা বঞ্চনার শিকার হচ্ছে। মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ করা হলে শিক্ষকদের সমস্য সমাধান হবে।

সভায় অংশগ্রহণ করেন সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ,সমিতির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহাসহ সমিতির নেতারা। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।